NID Card Online Copy Download |এই কপি সবক্ষেত্রে ব্যবহারযোগ্য Acceptable...









আসসালামু আলাইকুম,

সবাইকে টেক হক এ স্বাগত জানাচ্ছি। আজকেই এই টিউটোরিয়ালটিতে আমি দেখাব,  খুব সংক্ষেপে ও সহজভাবে কিভাবে অনলাইনে জাতীয় পরিচয়পত্র ডাউনলোড করতে হয়। যারা ভোটার হওয়ার জন্য ছবি তুলেছেন কিন্তু এনআইডি বা স্মার্টকার্ড পাননি, তারা ন্যাশনাল আইডি কার্ডের অনলাইন কপি নামাতে পারবেন যেটি লেমিনেটিং করে সব ক্ষেত্রেই ব্যবহার করতে পারবেন। তো আর সময় নষ্ট করে চলুন শুরু করা যাক।



স্টেপ -১

এই স্টেপে আপনাকে NID নাম্বার কালেক্ট করতে হবে। আপনার নিকট যদি অলরেডি আপনার জাতীয় পরিচয়পত্রের নম্বর থেকে থাকে, তাহলে সরাসরি ২য় ধাপে যান। আর আপনি যদি এনআইডি কার্ডের জন্য ছবি তুলে থাকেন কিন্তু এখনো জাতীয় পরিচয়পত্র পাননি, তাহলে এই ধাপ থেকেই শুরু করুন ।

প্রথমে আপনার ব্রাউজার থেকে https://services.nidw.gov.bd/ এই লিংকে প্রবেশ করুন। এখানে আপনি বেশ কিছু অপশন পাবেন , হোম, নতুন নিবন্ধন, রেজিস্ট্রার ইত্যাদি। এখান থেকে “অন্যান্য তথ্য” এই মেনুর উপর কার্সর নিয়ে গেলে, বেশ কিছু অপশন দেখা যাবে। ভোটার তথ্য, এনআইডি নাম্বার, স্মার্ট কার্ড বিতরণের তথ্য ইত্যাদি। এখানে “ভোটার তথ্য” অপশনটিতে ক্লিক করুন। নতুন পেইজ ওপেন হবে।

এখানে আগে থেকেই “ফর্ম নম্বর” সিলেক্ট করা আছে । প্রথম ঘরে “ভোটার নিবন্ধন ফরমের স্লিপ নম্বর” অর্থাৎ ছবি তোলার জন্য যে স্লিপ বা ফর্ম আপনাকে দেওয়া হয়েছে সেটির নাম্বারটি দিবেন । 



২য় ঘরে আপনার জন্মতারিখ এবং ৩য় ঘরে বামপাশের ছবি দেখে ক্যাপচা কোড পূরণ করবেন। ‘ভোটার তথ্য দেখুন’ বাটনে ক্লিক করলে, আপনার ন্যাশনাল আইডি কার্ডের নাম্বার দেখতে পাবেন।

এছাড়া মোবাইল থেকে এসএমএস করেও জাতীয় পরিচয়পত্র নম্বর পেতে পারেন। এজন্য, মোবাইলের মেসেজ অপশনে গিয়ে লিখুন NID স্পেস দিয়ে ফরম নম্বর স্পেস দিয়ে জন্ম তারিখ (দিন-মাস-বছর)। মেসেজটি পাঠান ১০৫ নম্বরে।

nid  formNo dd-mm-yyyy লিখে 105 নম্বরে পাঠাতে হবে। ফিরতি SMS এর মাধ্যমে NID নম্বর পাবেন



স্টেপ ২



এনআইডি নাম্বার পেয়ে গেলে, পরের স্টেপে রেজিস্ট্রেশন করতে হবে। এজন্য “রেজিস্ট্রার” বাটনে ক্লিক করুন। এরপর “রেজিস্ট্রেশন ফরম পূরণ  করতে চাই” এ ক্লিক করুন ।

১। নতুন পেইজ ওপেন হবে। এনআইডি নম্বর এবং জন্ম তারিখ ও ক্যাপচা কোড দিয়ে “সাবমিট” করুন । 

২। পরের পেজে বর্তমান ঠিকানা ও স্থায়ী ঠিকানা দিতে হবে। বিভাগ, জেলা এবং উপজেলা।

৩। তারপরের পেইজে আপনার মোবাইল নাম্বারটি প্রদান করুন। এরপর ‘বার্তা পাঠান’ বাটনে ক্লিক করুন।

৪। ৬ ডিজিটের একটি কোড  নাম্বার পাঠানো হবে আপনার ফোনে, এই পেইজে সেটি প্রবেশ করাতে হবে ।  ‘বহাল’ এ ক্লিক করুন ।

৬। কোড দেওয়ার পর আপনার নাম ও ছবি দেখাবে এবং পাসওয়ার্ড সেট করার জন্য বলবে। আপনি পাসওয়ার্ড সেট করতে না চাইলে “এড়িয়ে যান” এ ক্লিক করুন । একাউন্টের নিরাপত্তার জন্য আমি পাসওয়ার্ড সেট করে নিচ্ছি।

৭। এরপর নতুন যে পেজটি আসবে সেখানে আপনার ইউজারনেম এবং পাসওয়ার্ড প্রদান করুন। উল্লেখ্য যে, পরবর্তীতে এই সাইটে লগিন করতে প্রদানকৃত ইউজারনেম এবং পাসওয়ার্ড দরকার হবে

৮। এরপর আপডেট বাটনে ক্লিক করলেই রেজিস্ট্রেশন সম্পন্ন হবে এবং আপনার প্রোফাইল ওপেন হবে।



স্টেপ ৩ NID ডাউনলোড



১। যদি অলরেডি লগ ইন হয়ে থাকে তাহলে আর নতুন করে লগ ইন করতে হবে না। নতুবা হোম পেইজের  “লগইন” বাটনে ক্লিক করুন। এই পেজে আপনার লগইন তথ্য এবং ক্যাপচা পূরণ করে লগইন বাটনে ক্লিক করুন। এবার মোবাইলে মেসেজে একটি সিক্যুরিটি কোড আসবে। অবশ্য আপনি চাইলে ইমেইলেও কোডটি নিতে পারেন। লগইন করলে আপনার জাতীয় পরিচয়পত্রের বিভিন্ন তথ্য দেখতে পাবেন।

২। যাহোক লগ ইন হয়ে গেলে, এবার জাতীয় পরিচয়পত্রের সফট কপি ডাউনলোড করতে ডানদিকে নীচে থাকা ডাউনলোড বাটনে ক্লিক করুন। ডাউনলোড হয়ে গেলে, এই অনলাইন NID ফাইলটি প্রিন্ট করে লেমিনেটিং করে জাতীয় পরিচয়পত্রের কাজ চালাতে পারবেন।







Hi everyone, welcome to Tech Hawk.

We all know the importance of National ID (NID) card or newly Smart Card issued by Election Commission. This ID card is required at every offices of Government of People's Republic of Bangladesh. It is also necessary in everyday life (Bank, Educational Institution, Job etc). But it takes too much time (for me it's already 6 years, still not received) to get the Smart Card or NID card. But in the meantime, after taking photos for NID card, you can easily get the online copy. You can use this copy everywhere in Bangladesh by printing & making in laminated. This copy is original and issued by government, this is valid everywhere.

So my today's video will show you how to get this online copy of NID Card totally free of cost in 5 minutes. Just follow the simple procedures.

.

Requirements: Voter Form/Slip (Given during taking photos) or NID Number

.

Follow Tech Hawk:

Facebook: https://www.facebook.com/TechHawk7

Blog: https://techhawk7.blogspot.com/

Twitter: https://twitter.com/techhawk7

Comments